ঢাকা জেলার আশুলিয়ার জিরানী এলাকার নিউ পপুলার হাসপাতালে ভূয়া ডাক্তারের ভুল চিকিৎসার মাধ্যমে চাঞ্চল্যকর পারভীন (৩৬) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় জড়িত হাসপাতাল মালিক মুজিবুর রহমান (৫৫)'কে গ্রেফতার করেছে র্যাব।
স্টাফ রিপোর্টারঃ
। র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ১৭ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাতে ধামরাই বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আশুলিয়ার জিরানী এলাকার নিউ পপুলার হাসপাতালে ভূয়া ডাক্তারের ভুল সিজারিয়ানের মাধ্যমে চাঞ্চল্যকর পারভীন (৩৬) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় জড়িত হাসপাতাল মালিক মুজিবুর রহমান (৫৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
। ভিকটিম পারভিন (৩৬) রাজবাড়ি জেলার লক্ষ্মী নারায়ণপুর গ্রামের জনৈক শফিকুল ইসলামের স্ত্রী। সে তার স্বামী ও চার সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দিঘিরপাড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত ০৬/০৯/২০২৪ তারিখ বেলা অনুমান ১১:০০ ঘটিকার সময় ভিকটিম পারভিন বেগম (৩৬) প্রসব বেদনার কারনে তাকে আশুলিয়া থানাধীন জিরানী এলাকার নিউ পপুলার হাসপাতালে ভর্তি হয় এবং সিজার বাবদ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ১৭,০০০/- টাকায় চুক্তি করে। পরবর্তীতে দুপুর অনুমান ১৩.০০ ঘটিকার সময় ভিকটিম পারভিনকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং চার ব্যাগ রক্ত লাগবে বলে ভিকটিমের পরিবারকে অবহিত করে। বিকাল অনুমান ০৩.৫০ ঘটিকার সময় উক্ত হাসপাতালের চিকিৎসকরা জানায় যে, ভিকটিম পারভিনের একটি কন্যা সন্তান হলেও বর্তমান ভিকটিম পারভীনের অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে এবং উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ কৌশলে ভিকটিম পারভীনকে গাড়ীতে উঠানোর সময় ভিকটিমের পরিবারের সদস্যরা জানতে পারে যে, সে মারা গেছে। তখন ভিকটিমের পরিবারের লোকজন উত্তেজিত হয়ে উঠলে হাসপাতালের স্টাফরা দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ভিকটিমের স্বামী জানতে পারেন যে, যে ডাক্তার সিজার করেছে সেই ডাক্তার একজন ভূয়া চিকিৎসক। এ সংক্রান্তে ভিকটিমের স্বামী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হয়। উক্ত ঘটনায় র্যাব-৪ এর আভিযানিক দল অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে । পরবর্তীতে র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় নিউ পপুলার হাসপাতালে ভূয়া ডাক্তারের ভুল সিজারিয়ানের মাধ্যমে পারভীন বেগম(৩৬) মৃত্যুর ঘটনায় জড়িত হাসপাতাল মালিক'কে ধামরাই বাজার এলাকা হতে গ্রেফতার করেঃ
ক। মোঃ মজিবুর রহমান (৫৫), পিতা-মৃত ইসমাইল মিয়া, সাং-নাল্লাপোল্লা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিষয়ে জানা যায় যে, আশুলিয়ার জিরানী নিউ পপুলার হাসপাতালে দীর্ঘ দিন যাবৎ ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসার নামে বাণিজ্য করে আসছিল। গত ০৬/০৯/২০২৪ তারিখে ভুয়া চিকিৎসক দিয়ে ভিকটিম পারভিন (৩৬)কে ভুল সিজারিয়ানের মাধ্যমে মৃত্যু হয়েছে।
। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com