প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৬:২৪ এ.এম
রাজধানীর উত্তরায় কোম্পানির নামে বেনামে চলছে এমএলএম ব্যবসা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর উত্তরায় সোনারগাঁও জনপথ রোড 55 বাসা সেক্টর ৭ মিথ্যা আশ্বাস ও প্রলোভন দিয়ে বিভিন্ন ধরনের কোম্পানির নাম ব্যবহার করে নামে একটি এমএলএম কোম্পানি দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছে মূল হোতা আব্দুল করিম সহ একটি চক্র এর ভিতরে কয়েকজন নিজেকে এমডি হিসেবে পরিচয় দেন বিলাসবহুল অফিস সুন্দরী মেয়ে রিসিপশন জমি না থাকলেওল্যান্ড ও এগ্রো সুপার শপ ফিসারি শেয়ার বিক্রয় নামে মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সহজ-সরল মানুষের টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের খবর মাঝেমধ্যেই আসে গণমাধ্যমে। বেশি মুনাফার লোভ দেখিয়ে মানুষের টাকা আত্মসাতের ঘটনা ঘটছে। কখনো সমবায় প্রতিষ্ঠানের নামে, কখনো
আবার মাল্টিপারপাস কম্পানি বা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে। একাধিক সংঘবদ্ধ চক্র এই প্রতারণা ব্যবসায় সক্রিয়।
বাংলাদেশে এমএলএম কম্পানির যাত্রা শুরু অনেক আগেই। শুরু থেকেই ‘প্রতারণার ফাঁদে’ পড়ে যায় অনেকে। বাংলাদেশে প্রথম দু’টি এমএলএম কম্পানি পণ্য ও কমিশন রেখে বন্ধ হয়ে যায়। এরপর ৩৪টির মতো এমএলএম কম্পানি কোটি কোটি টাকা প্রতারণা করে বন্ধ হয়ে গেছে।গাঢাকা দিয়েছেন নেপথ্যের ব্যক্তিরা। এর আগে সরকারের বিভিন্ন সংস্থার তদন্তেএমএলএম কম্পানি অস্বচ্ছ, অস্পষ্ট বলে উলেখ করা হয়েছে। এসব কম্পানি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অনুমোদন ও তদারকি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে কিংবা সুকৌশলে উপেক্ষা করে দিন দিন ব্যবসার প্রসার ঘটিয়েছে। এক পর্যায়ে কোনো ঘোষণা ছাড়াই ব্যবসা গুটিয়ে নিয়েছে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম