এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে: রূপসায় যুবদলের সভাপতি
মোঃ গোলাম রব্বানী রূপসা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম হোসেন মুন্না বলেন,
দলের নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে, দলের ভাবমূর্তি নষ্ট হয়।
মানুষের পাশে থেকে মন জয় করে রাজনীতি করতে হবে। দলীয় নির্দেশনা মেনে মানুষের পাশে থেকে দলকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
আজ (মঙ্গলবার) দুপুরে খুলনার রূপসাঘাট ও পূর্বরূপসা বাজারসহ পথচারীদের মাঝে লিফলেট এবং শিশুদের মাঝে চকলেট
বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে পথসভায় তিনি বক্তৃতায় বলেন,
যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, নাশকতা ও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড়ই নেতা হোন না কেন তার ব্যবস্থা নেওয়া হবে।
দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মনে রাখতে হবে বিএনপি এখনও ক্ষমতায় আসেনি। আমাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। সে আস্থাকে নষ্ট করা যাবে না। সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং সকল দখল বাজ-চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। তবে, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
এসময় উপস্থিত ছিলেন,
খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: জুলফিকার আলী খান জুলু,জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এস এম মুরশিদুল রহমান লিটন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক বোবায়েত, জেলা যুবদশের সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী মোল্লা, জেলা জাসাস এর সাবেক সাধারণ সম্পাদক তায়েব উদ্দীন দারা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বেল্লাল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, আনসার আলী বিশ্বাস, শেখ রয়েল আজম, রবিউল ইসলাম, কবীর শেখ, হুমায়ন কবির,উপজেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম তারেক, ইউনিয়ন বিএনপির সদস্য সচীব দিদারুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রুবেল মীর, মুন্না সরদার,
জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কবির শেখ, যুবদল নেতা রিপন, মনির লস্কর, দাউদ শেখ, এরশাদ হোসেন, আশীষ পোদ্দার, রনি লস্কর, গোলাম রব্বানী,মোঃ হান্নান মির, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী জাকারিয়া,সদস্য সচীব আবু সাইদ, খায়রুল রাজু,আলামিন আবু বকর প্রমূখ।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com