নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে সব ধরনের শীতকালীন সবজি। সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম আগের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। এতে খুশি সাধারণ ক্রেতারা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) হিলি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে যে বেগুন ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে তা এখন ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৪০ টাকার মুলা ২০ টাকা, ৬০ টাকার ফুলকপি ৪০ টাকা, ৪০ টাকার পটল ২৫ টাকা, ৬০ টাকার ঢেঁড়স ৪০ টাকা, ৪০ টাকার শসা ২৫ টাকা, ৫০ টাকার আলু ৪০ টাকা, ১২০ টাকার শিম ৮০ টাকা, ৮০ টাকার করলা ৫০ টাকা, ৬০ টাকার বাঁধাকপি ৪০ টাকা, ৩০ টাকার পেঁপে ২৫ টাকা, ১০০ টাকার পেঁয়াজ ৭৫ টাকা ও ১২০ টাকার কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com