পৌরসভার হিসাবরক্ষকের উপর অতর্কিত হামলার ঘটনায় থানায় মামলা
শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরা পৌরসভার হিসাবরক্ষক তোঁতা মাদবরের (৪৮) উপর অতর্কিত হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল-আমিন।
বুধবার (৯ অক্টোবর) সকালে আহতের ছোটভাই মো: মুরাদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন।
এর আগে সোমবার (৭ অক্টোবর) সন্ধা সারে ৬টার দিকে তোঁতা মাদবর তার নিজ বাড়ীতে যাওয়ার সময় জাজিরা পৌরসভার হরিয়াশা সেলিম বেপারীর দোকানের সামনে দিয়ে গেলে দুর্বৃত্তরা সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা ঘটায়। পরে তাকে স্থানীয়ার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দায়েরকৃত মামলায় আসামীরা হচ্ছেন- জাজিরা পৌরসভার হরিয়াশা ফকির কান্দি এলাকার বাসিন্দা মৃত আইয়ুব আলী ফকিরের ছেলে দেলোয়ার ফকির(৪৮), রফিক ফকির(৩০), আনোয়ার ফকির(৪৫), একই এলাকার বাসিন্দা আমির হোসেন ফকিরের ছেলে সবুজ ফকির(৩২) ও ফকির কান্দি এলাকার বাসিন্দা ওহাব আলী ফকিরের ছেলে শাহ জালাল ফকির(২৮)।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com