সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ আটক এক
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতার অংশ হিসেবে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ফেন্সিডিল সহ এক জনকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ’র নেতৃত্বে এই মাদক বিরোধী বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।
শনিবার (৫ অক্টোবর) ভোর ৭টার দিকে তাকে ফেন্সিডিল সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলো, দেবহাটা উপজেলার ঘলঘলিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে মো.তারেক হোসেন(২৭)।
প্রসঙ্গত,সাতক্ষীরার দেবহাটা থানার ৩ নং সখিপুর ইউনিয়ন পরিষদের সামনে সাতক্ষীরা টু কালিগঞ্জ গামী রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ফেন্সিডিল সহ আটক করা হয়। সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আটক ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com