বাবা মাকে বাঁচাইতে যেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাবেক সেনা কর্মকর্তা মাহফুজ আলম অপু থানায় মামলা
নিজস্ব প্রতিনিধি :- রাজধানীর কদমতলী থানাধীন মুরাদপুর হাই স্কুল রোড হোল্ডিং নং ৩৩২ থানা কদমতলীতে গত ২১/০৯/২০২৪ ইং তারিখ সন্ধায় সাবেক সেনা কর্মকর্তা মাহফুজুল আলম অপুর বাবা সিরাজুল ইসলাম , মা মিসেস মমতাজ বেগম কে বিবাদী (১) সাইফুল্লাহ পিতা আব্দুর রহিম (২) রাবেয়া খাতুন পিতা আব্দুর রহিম (৩) আব্দুর রহিম পিতা অজ্ঞাত (৪) ইমন পিতা মনজুরুল আলম দীপু (৫) সাজেদা বেগম পিতা সিরাজুল ইসলাম , স্বামী আব্দুর রহিম (৬) খালেদা আক্তার হ্যাপি পিতা সিরাজুল ইসলাম,স্বামী গিয়াস উদ্দিন (৭) হাসান পিতা ফিরোজ মিয়া (৮) গোলাম রহমান পিতা অজ্ঞাত সহ আরো ৪-৫ জন জোরপূর্বক জমির লিখে নিতে চাইলে সাবেক সেনা কর্মকর্তার বাবা মা জমি লিখে দিতে রাজি না হলে তার বাবা মাকে অতর্কিত হামলা করে এক পর্যায়ে অপু তার মা বাবাকে মারধর থেকে বাঁচাতে গেলে সাবেক সেনা কর্মকর্তা মাহফুজ আলম অপু কে দারালো অস্ত্র রড দিয়ে দুই হাত পিটিয়ে ভেঙ্গে দেয় একপর্যায়ে অপ গুরুতর আহত হলে এবং তার চিৎকার চেঁচি শুনে এলাকার লোকজন আসলে আসামিগন পালিয়ে যান তাৎক্ষণ িক মাহফুজুল আলম অপুকে মুগদা হসপিটালে নিয়ে গেলে মুগদা হসপিটাল কর্তৃপক্ষ পঙ্গু হসপিটাল রেফার করেন তিনি একটু সুস্থ হয়ে পঙ্গ হসপিটাল থেকে শনির আখড়া শেফ এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। গতকাল কদমতলী থানায় একটি মামলার রুজু করেন মামলা নং ৪৯ তারিখ ২৭/০৯/২০২৪ ইং সূত্রে জানা যায় যে আসামিগণের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com