ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি হাবিব হাসানের ছেলে আবির হাসান ওরফে তানিমের শ্বশুরবাড়ি থেকে নগদ ১ কোটি ১৬ লাখ টাকাসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও পুলিশের বুলেটপ্রুভ জ্যাকেট উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার দিনগত রাতে রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ২৩ নাম্বার রোডের ৭ নাম্বার বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় বাড়িটির নিচতলার গ্যারেজ এবং গোপন কক্ষ থেকে পুলিশের একাধিক বুলেটপ্রুভ জ্যাকেট, নগদ ১ কোটি ১৬ লাখ টাকা এবং ইউএস ডলার, দিরহাম, বাথ, রিয়াল, সিঙ্গাপুর ও কানাডিয়ান ডলারসহ বিপুল পরিমাণ বৈদাশিক মুদ্রা উদ্ধার করা হয়।
এ সময় শাহজাদা খান সাজ্জাদ, মো. তৌজিদুল ইসলাম ও সাইফুল ইসলাম নামে তিনজনকে গ্রেফতার হয়েছে।
অভিযানে ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসান ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত বিলাসবহুল দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
যে বাড়িতে অভিযান পরিচালনা করা হয় সেটি হাবিব হাসানের ছেলে আবির হাসান তানিমের শ্বশুরবাড়ি।
সাবেক এমপি হাবিব ও তার ছেলে ছাত্রলীগ নেতা আবির হাসান তানিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও গুলিবর্ষণের একাধিক মামলার আসামি। তারা দুজনেই বর্তমানে পলাতক। ছাত্র আন্দোলন চলাকালে উত্তরার বিভিন্ন স্থানে হাবিব ও তার ভাই আলাউদ্দিন আল সোহেলের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালায় অস্ত্রধারীরা
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com