সাতক্ষীরার বিনেরপোতায় সংস্কৃারকৃত ভেড়িবাধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার সদর উপজেলার বিনেরপোতার শ্মশানঘাটা পয়েন্টে বেতনা নদীর সংস্কৃারকৃত ভেড়িবাধ পুনরায় ভেঙে যাওয়ায় সদর ও তালা উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হচ্ছে। কতৃপক্ষ বলছে সকলের সহায়তা পেলে রাতের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করা যাবে।
আট দিন ধরে সাধারণ মানুষের নিদারুণ দুর্ভোগ ও কষ্টের পর ধারণা করা হয়েছিল এবার ভাঙা বাঁধ মেরামত হয়ে যাবে। কিন্তু সাতক্ষীরা নদী উপকূলের ভাগ্য যেন কখনই সহায়ক না। ভোর রাতেই কাজ শেষ করে ঘরে ফেরার আগেই ফের বেতনার সংস্কারকৃত বাঁধ ভেঙে নিম্নাঞ্চলের হুহু করে ঢুকে পড়তে শুরু করেছে পানি।
ইতি মধ্যে নতুন করে রাস্তাঘাট ঘর বাড়িতে ঢুকেছে পানি। ভেসে গেছে মাছের ঘের। ধ্বংস প্রাপ্ত হয়েছে আমন ও সবজি ফসল। দেশের সবথেকে শক্তিশালী কৃষি গবেষণা প্রতিষ্ঠান ব্রি, বারী ও বিনা কৃষি গবেষণাপ্লটেও ঢুকে পড়েছে পানি।
ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর দাবি এই নদীর একটি পয়েন্ট আটকে রেখেছে কোন এক প্রভাবশালী যার ফলে পানির চাপ বেড়ে ভেঙে গেছে সংস্কারকৃত বাঁধ। এজন্য দ্রুত প্রশাসনিক উদ্যোগ।
এদিকে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী গতানুগতিক ধারায় বললেন সবার সহায়তা পেলে আজকে রাতের মধ্যেই ভেঙে যাওয়া বাঁধ সংস্কার সম্ভব হবে।
প্রসঙ্গত,আট দিন আগে টানা বৃষ্টির চাপে এই বাঁধের ২৫মিটার ভেঙে অন্তত ৪০ গ্রামের মানুষ পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ভাবে ক্ষতি গ্রস্থ হয়।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com