সকলে মিলে শান্তি ও সম্প্রীতির জেলা হিসাবে সাতক্ষীরা জেলা উপহার দিতে চাই
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
কালিগঞ্জে বিষ্ণুপুর ইউনিয়নে দলমত নির্বিশেষে সকলের সরব অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় বিষ্ণুপুর ইউপি"র চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময়ে বক্তব্যে তিনি বলেন সকলে মিলে সাতক্ষীরা জেলাকে শান্তি ও সম্প্রীতির জেলা হিসাবে গড়ে তুলতে চাই। জনকল্যানে বাংলাদেশ পুলিশ আইন শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি নাগরিক সেবা পৌছে দিবে। এ জেলাতে হানাহানি, দ্বন্দ সংঘাত আর আইন শৃঙ্খলা বিঘ্ণিত হোক এটা দেখতে বা শুনতে চাইনা। আমরা সকলে সহাবস্থানে মিলেমিশে বসবাস করতে চাই। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, সদস্য সচিব আজিজুর রহমান, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার নুর ইসলাম, সেক্রেটারী আব্দুল হান্নান, জামায়াত নেতা মাওঃ আব্দুল কাদের হেলালী, শেখ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, ছাত্র শিবিরের নেতা ইউসুফ, ছাত্রশিবির নেতা আছাদুল ইসলাম, শিবির নেতা আজাহারুল ইসলাম, ছাত্রদল নেতা জাফর ইকবাল বাবু, ব্যবসায়ী নেমাই কর্মকার প্রমুখ।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com