গাজীপুরের কাপাসিয়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে সিংহশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালত পাঠানো হয়েছে।
দুই সন্তানের জনক গ্রেফতারকৃত শিক্ষকের নাম মো. লুৎফুর রহমান (৩৮)। তিনি ওই এলাকার বিবাদীয়া গ্রামের মৃত আব্দুল মান্নান মাস্টারের ছেলে। শিক্ষার্থীর বাবা তার মেয়ের শ্লীলতাহানি ও কুপ্রস্তাবসহ নানা অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
শিক্ষার্থীর বাবা জানান, আমার মেয়ে বিদ্যালয় ছুটির পর পার্শ্ববর্তী সিংহশ্রী আদর্শ কিন্ডারগার্টেনে লুৎফুর রহমান মাস্টারের কাছে প্রাইভেট পড়ে। গত ২৮ আগস্ট বিকাল সাড়ে ৪টায় প্রাইভেট পড়ানোর সময় লুৎফুর রহমান মাস্টার আমার মেয়ের গোপন জায়গায় স্পর্শ করে এবং মেয়েকে বিভিন্ন কুপ্রস্তাব দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর বুধবার বিকাল ৩টার দিকে লুৎফুর আমার মেয়েকে আলাদাভাবে অন্য রুমে বসিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে কুপ্রস্তাব দেন। এতে আমার মেয়ে কান্নাকাটি করতে করতে বৃষ্টিতে ভিজে বাড়িতে চলে যায়। মেয়ের মুখ থেকে ঘটনার বিস্তারিত শুনে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে থানায় অভিযোগ করি।
কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া দৈনিক আমার প্রানের বাংলাদেশকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক লুৎফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালত পাঠানো হয়েছে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com