রাজধানীর খিলক্ষেতে বিএনপি’র নাম ভাঙ্গিয়ে প্লট-মার্কেট দখলের অভিযোগ-থানায় সাধারণ ডায়েরী
সোহেল রহমান :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের পর পরই বেরে গেছে বিএনপি’র কিছু নামধারী নেতার হুমকী ও চাঁদাবাজী-দখলবাজী। এরকম একটি অভিযোগ উঠেছে খিলক্ষেত থানার একটি সাধারণ ডায়েরী (২৩০ তাং-৪/৯/২০২৪)। সাধারণ ডায়েরীর বাদী লিমা আক্তার বসবাস করে খিলক্ষেত মধ্যপাড়া এলাকায়, তার স্বামী কাজী মোঃ আনোয়ার হোসেন খোকন ব্যাপক ক্ষমতা সম্পন্ন আমমোক্তার দলিলের মাধ্যমে বিগত অনেক বছর যাবত নিকুঞ্জ ২ এর ১০ নাম্বার রোড, ২৪ নম্বর প্লটটিতে দোকানঘর নির্মাণ করিয়া অন্যান্য স্থাপনা সম্পন্ন করে ভোগ-দখল করিয়া আসিতেছে বলে জানান সংবাদের প্রতিবেদকে সাধারণ ডায়েরীর বাদী লিমা আক্তার।
এই বিষয়ে লিমা আক্তার জানান গত ৫ই আগস্টের পর একটি সংঘবদ্ধ চক্র নিজেদেরকে বিএনপি’র নেতাকর্মীর পরিচয় দিয়ে ১৫-২০ জনের দূর্র্বৃত্তরা আমাদের জায়গাটি দখল করে নেয়, তালা লাগিয়ে দেয়, ভাড়াটিয়াদেরকে, আমাদেরকে ভাড়া দিতে নিষেধ করা সহ অসৎ উদ্দেশ্যে আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সংবদ্ধ চক্রের মধ্যে অন্যতম মোঃ মিজানুর রহমান (রেনু), পিতা মৃত- সামছুদ্দিন, সাং- খিলক্ষেত টানপাড়া, পশ্চিমপাড়া। মোঃ মতিউর রহমান মসি, সাং- খিলক্ষেত বটতলা, মোঃ সৈকত, খিলক্ষেত মধ্যপাড়া, বাবু ওরফে মার্কিন বাবু, খিলক্ষেত টানপাড়া। এদের নেতৃত্বে আমাদের সম্পত্তি বে-দখল করার চেষ্টা যারা করছে তারা মূলত নিজেদেরকে বিএনপি’র লোক বলে পরিচয় দিলেও, অনুসন্ধান করে জানা যায় এসব লোক দীর্ঘদিন যাবত খিলক্ষেত এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। এ বিষয়ে জাতীয়তাবাদী দল বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সাথে কথা হলে তিনি জানান বিএনপি’র কেউ যদি কোন প্রকার চাঁদাবাজী-দখলবাজীর সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আমরা তাকে বহিস্কার করবো।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com