স্কুল শিক্ষক মফিজুলের বিরুদ্ধে বড় ভাইয়ের জমি দখলের অভিযোগ
***********************
এস,এম নূর ইসলাম : খুলনা জেলার পাইকগাছা উপজেলার ধামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজুল ইসলামের বিরুদ্ধে আপন বড় ভাইয়ের জমি দখল করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানাযায় আপন বড় ভাই ওহিদুজ্জামানের ২, বিঘা ৫ কাটা জমির হারির (লিস) নিয়ে ৭/ বছর হারির টাকা না দিয়ে গায়ের জোরে দখল করে মাছের চাষ করে যাচ্ছেন। এ বিষয়ে ভুক্তভোগী ওহিদুজ্জামান অভিযোগ করে বলেন আমি সাত বছর যাবত আমার ২,বিগা৫ কাটা জমির হাঁরির টাকা ১ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা পাব চাইতে গেলে আমার ভাই ভূমি দস্যু মফিজুল খুলনায় আওয়ামী লীগের বড় নেতা দের দিয়ে আমাকে বিভিন্ন সময় হুমকি দেয় মেরে ফেলানোর আওয়ামীলীগের নেতাদের দিয়ে এতোদিন হুমকি-ধমকি দিয়েছে আমার ছোট ভাই স্কুল শিক্ষক জিএম মফিজুল ইসলাম।
এতোদিন আমি ভয়ে মুখ খুলতে পারিনি। যখনই আমি আমার জমি ফেরত চাইতে যাই এবং হারির বাকী টাকা চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।বলেন ভূক্তভোগী ওহিদুজ্জামান আমার প্রাণের বাংলাদেশ এর প্রতিবেদক কে জানান এ ব্যাপারে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান কয়েকবার বসাবসি করে ঘটনার মিমাংসার চেষ্টা করেছে কিন্তু মফিজুল কিছুতেই মানতে নারাজ। এবিষয়ে চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা বলেন ওহিদুজ্জামান আমার কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি নিয়ে আমি দু'মাস আগে আমার পরিষদে দুই ভাইকে ডেকেছিলাম মিমাংসা করার জন্য। সবকিছু শুনে সমস্যা মিটিয়ে ফেলার জন্য মফিজুলকে ২ সপ্তাহ সময় নিয়েছিলেন। কিন্তু আমি খবর পেলাম মফিজুল বিষয়টি না মিটিয়ে সেখানে নতুন করে বিল্ডিং করেছেন। এবিষয়টি খতিয়ে দেখে এর সুরহা করার জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনী ও খুলনা জেলা প্রশাসকের সুদৃস্টি কামনা করেছেন ভূক্তভোগী। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক মফিজুল ইসলামের ব্যবহৃত মোবাইলে ০১৭৭১-৪৯৪৯৫৮ একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
০৩/০৯/২৪
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com