গোলাপগঞ্জ_যুব_হকি_ক্লাবের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ
কামাল খান
প্রথম ধাপে অর্থ বিতরণ সম্পুর্ণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নিবন্ধন নং- যুউঅ/সি/০০৬২/২০১৯ সম্পূর্ণ সেবামূলক, স্বেচ্ছাসেবী সংগঠন গোলাপগঞ্জ_যুব_হকি_ক্লাবের উদ্যোগে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সম্মানিত সভাপতি ফয়েজ_আহমদ,
সম্মানিত সিনিয়র সহ-সভাপতি টিপন_আহমদ,
সহ-সভাপতি নজমুল_ইসলাম,
সাধারণ সম্পাদক সুজার_আহমদ_রুমেল,
সাংগঠনিক সম্পাদক মাহফুজুর_রহমান_মুন,
প্রচার সম্পাদক অলিউর_রহমান_তামিম এবং দপ্তর সম্পাদক সাকিল_উদ্দিন এছাড়া ও উপস্থিত গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের শুভাকাঙ্ক্ষী জহির_রায়হান।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com