বরিশাল সংবাদদাতা : বরিশালের গৌরনদীতে একটি বিস্কুট বোঝাই কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাটাজোর এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।
কাভার্ডভ্যান চালক সিরাজুল ইসলাম বলেন, বরিশাল বিসিক থেকে বিস্কুট নিয়ে মৌলভীবাজার যাচ্ছিলাম। বাটাজোর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এসময় তারা হাতে থাকা পেট্রোল দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে তেমন কোনো প্রভাব দেখা যায়নি বরিশালে। জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। সকাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লা রুটের সব বাস চলাচল করছে। স্বাভাবিক আছে লঞ্চ চলাচলও। সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম (বার) বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করা হলে তাদের আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com