নিজস্ব প্রতিনিধি : রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটের ভিতরে রয়েছে দশটি কসমেটিক্স ও ভ্যাট ট্যাক্স বিহীন বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাইকারি বিক্রেতা। এই সমস্ত বিদেশি কসমেটিস এবং সিগারেট চোরাইভাবে আমদানি করে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের মূল হোতা রিপন, জসিম ও বাচ্চু গং-রা। এরা প্রতিদিন এক থেকে দেড়শত লাগেজ পার্টির কাছ থেকে বিদেশি ব্রান্ডের কসমেটিস অবৈধভাবে সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাইকারি বিক্রি করে আসছে।
এই সমস্ত অবৈধ বিদেশী মাল বিক্রি করা হয় উত্তরা, গুলশান, ধানমন্ডিসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে। এদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার মামলা হামলা থাকলেও ঘুষ বাণিজ্যের বিনিময়ে পার পেয়ে যায় বার বার। এ বিষয়ে জসিম ও রিপন এর কাছে জানতে চাইলে তারা অহংকার করে বলেন, আমরা এখানে দীর্ঘদিন যাবত এই ব্যবসা করছি। প্রশাসনকে মাশোহারা দিচ্ছি। কিছু কিছু সাংবাদিকদেরকেও টাকা দিচ্ছি সুতরাং আপনি যা পারেন, করেন গা। সরেজমিনে গিয়ে দেখা যায়, এই চক্রটি লক্ষ লক্ষ টাকার অবৈধ কসমেটিক্স এবং সিগারেট বিক্রি করছে। এতে করে প্রতারিত হচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। বিদেশি সিগারেটের নাম করে অনেক সময় নকল সিগারেট আসল সিগারেটের দামে বিক্রি হচ্ছে। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এখনই জরুরী বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।