টঙ্গীতে বায়োফার্মা লিমিটেড এর অস্থায়ী শ্রমিকদের ১১দফা দাবী আদায়ের লক্ষে শ্রমিক আন্দোলন।
মোঃ পাপেল মিয়া গাজীপুর।
টঙ্গীতে বায়োফার্মা লিমিটেড এর অস্থায়ী শ্রমিকবৃন্দ দীর্ঘদিন যাবত কাজ করে আসছে, বর্তমানে কোম্পানীর নির্ধারিত নিয়মনীতি অস্থায়ী শ্রমিকদের অনুকূলে না থাকায় ২৯ শে আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে কর্ম বিরতি দিয়ে বিসিক শিল্পাঞ্চল এলাকায় যান চলাচল বন্ধ করে, রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শ্রমিকরা।এবং বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবী তুলে ধরেন।পরে অস্থায়ী শ্রমিকরা বলেন ডিনএল প্রথা বাদ দিয়ে অস্থায়ী শ্রমিকদের কোম্পানির অধীনে রাখতে হবে এবং নতুন অস্থায়ী শ্রমিকদের ০৬ (ছয়) মাসের মধ্যে স্থায়ী করা এবং পুরাতন সকল অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা সহ ১১দফা দাবী পেশ করেন আন্দোলনরত শ্রমিকরা।এক পর্যায়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে এতে সাধারণ মানুষ জনদুর্ভোগে পরেন।
শ্রমিক নেতৃবৃন্দরা বলেন আমাদের দাবী না মানা পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরবোনা প্রয়োজনে ফেক্টরির প্রধান গেইট বন্ধ করে আমরা অবস্থান করবো।
পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে শ্রমিকদের সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করেন এবং মালিকের সাথে কথা বলে তাদের দাবী পুরণের আশ্বাস দেন।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com