প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৬, ২০২৪, ৪:২৭ পি.এম
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে চঞ্চল কুমার মিত্র আটক
সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে চঞ্চল কুমার মিত্র আটক
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি। সোমবার বিকেলে তাকে আটক করা হয়।
তিনি খুলনার রুপসা থানার তিলক এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান,সাবেক ফুটবলার ও খুলনার সাবেক এমপি সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি থাকা কালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা চলমান। চঞ্চল কুমার মিত্র সালাম মুর্শেদীর পিএস থাকা কালে এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রয়েছে খুলনার রুপসা থানায় একাধিক মামলা।
সোমবার বিকেলে তিনি ভারতে যাওয়ার উদ্দেশ্যে ভোমরা স্থলবন্দর এলাকায় আসেন। বিষয়টি বিজিবি’র নজরে আসলে তাকে আটক করা হয়। তাকে রুপসা থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম