টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ।
মোঃ পাপেল মিয়া , টঙ্গী গাজীপুরঃ
গাজীপুর মহানগর টঙ্গী পৃর্ব থানাধীন ৫৬নং ওয়ার্ড কো-অপারেটিভ ব্যাংক মাঠ বস্তি এলাকায় বসবাসরত সাধারণ বস্তিবাসীদের ঘর কোন প্রকার নোটিশ ছারাই ভাংচুর করা হচ্ছে।
ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পরের দিন থেকেই ঘর ভাংগার আল্টিমেটাম দেন কেপ্রী সিনেমা হলের মালিক পক্ষ, তাদের দাবী তাদের নিজস্ব জমির উপর গড়ে তুলা হয়েছে এই বস্তি।
এদিকে বস্তিবাসীরা দাবী করছে স্বাধীনতার পর থেকেই তারা এখানে বসবাস করে আসছে তাদের উচ্ছেদ করলে পৃর্ণবাসন দিয়েই উচ্ছেদ করতে হবে এ নিয়ে আজ সকালে তর্ক বিতর্ক হলে বস্তিবাসীরা টঙ্গী পৃবাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন শ্লোগান দেন।
এদিকে বেশ কিছু ঘর উচ্ছেদ করা হয়েছে যাদের ঘর ভাংচুর করা হয়েছে তারা খোলা আকাশের নিচে মানবতার জিবন যাপন করছে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com