বন্যার পরিস্থিতি অবনতি
স্মরণ কালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীর মানুষ ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতিমধ্যে সকল গরুর খামার, মুরগির খামার, মাছের প্রজেক্ট সহ অগনিত ফল-ফসল বন্যায় আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে।
আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংঙ্কা করা যাচ্ছে। নতুন করে আরো অনেক জেলা প্লাবিত হবার আশংকা আছে। ইতি মধ্যে ১৯০ ও বেশি গ্রামের বন্য পরিস্থিতি খুব ভয়াবহ।
করণীয় :
মোবাইলে চার্জ রাখুন।
শুকনা খাবার/ মোমবাতি ঘরে রাখুন।
প্রাথমিক ঔষধ/চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন।
যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
ছোট বাচ্চাদের সাবধানে রাখুন।
গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে। সাবধানতা অবলম্বন করুন।
সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্র্যাগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন করে ডেট ফিক্স করুন (বন্যার অবস্থা বুঝে)
গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।
৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত!
মধ্যরাতে নোয়াখালী-ফেনী পানিতে তলিয়ে গেল। বন্যার শঙ্কায় লক্ষীপুর-কুমিল্লা সহ সারাদেশ কয়েকটা জেলা।
আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com