জোমেল ওয়ারিকেন, শামার জোসেফ ও জেইডেন সিলসের।
মুল্ডার মাত্র ১৮ রানে ৪টি উইকেট শিকার করেছেন। এ ছাড়া নাদ্রে বার্গার দুটি ও কেশভ মহারাজ নিয়েছেন একটি উইকেট। বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ এদিন শুরু থেকেই উইকেট হারিয়েছে। মাত্র ৫৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। সপ্তম উইকেটে হোল্ডার ও গুড়াকেশ মোতি মিলে ৭৫ বলে ৪১ রানের জুটি গড়েন। দিনের শেষ বেলায় মোতি কেশব মহারাজের বলে এলবিডব্লু হলে সেখানেই দিনের খেলা বন্ধ করা হয়। হোল্ডার অপরাজিত থাকেন ৫১ বলে ৩৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com