মিরপুরে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাজধানী মিরপুরের পাইকপাড়া এলাকায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব এর সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আইয়ুব বলেন-বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন পালনের মাধ্যমে আমরা কর্মীরা উজ্জীবিত হবে। বিগত কয়েক বছর আমরা রাজনৈতিক নানা জটিলতায় এই দিনটি পালন করতে পারতাম না। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর সুন্দরভাবে দিনটি পালন করছি।আমি আশা করছি খুব শিগগিরই বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে।
এ সময় তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়াও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
এসময় সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে উপস্থিত লোকদের মাঝে মিষ্টি বিতরণ করেন মোহাম্মদ আইয়ুব।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com