প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২৪, ৩:৩৫ পি.এম
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগরে পুকুরেন পানিতে ডুবে সুফিয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে ডুবে আহত হয়েছে তার সহোদর আরাফাতের (৫)।শুক্রবার (১৬ আগস্ট) সকালে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।সুফিয়ানের মা রাশিদা বেগম বলেন, সকালে তার দুই ছেলে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। পরে তার ডাক চিৎকারে কয়েক জন এসে তাদের উদ্ধার করে। এ সময় তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষণা করেন এবং আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন,শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সুফিয়ানের মৃত্যু হয়েছে। আরাফাতের অবস্থাও সংকটাপন্ন হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেলে পাঠানো হয়েছে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম