প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৪, ১০:১৬ এ.এম
সাতক্ষীরার কারাগারে বসে এইচএসসি পরীক্ষার অনুমতি পেলেন দুই শিক্ষার্থী
সাতক্ষীরার কারাগারে বসে এইচএসসি পরীক্ষার অনুমতি পেলেন দুই শিক্ষার্থী
মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের করা মামলায় গ্রেফতার হওয়া দুই শিক্ষার্থী কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর।
অনুমতি পাওয়া দুই শিক্ষার্থী মো.ফাহিম পারভেজ ও মো.জাহিদ হোসেন। দুজনই সাতক্ষীরা জেলা কারাগারে আছেন।
গত ৩১ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্বাস শাহিন আহম্মদ স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়,সাতক্ষীরা সরকারি কলেজের ব্যবস্থাপনায় দুই পরীক্ষার্থীর উত্তরপত্র, প্রশ্ন পত্র, হাজিরা পত্র সরবরাহ এবং কারা অভ্যন্তরে পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হলো।
কারাগারে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত যাবতীয় ব্যয় পরীক্ষার্থীর অভিভাবককে বহন করতে হবে বলে অনুমতিপত্রে বলা হয়েছে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে ১১ আগস্ট থেকে নতুন সময় সূচিতে এইচএসসি-সমমানের পরীক্ষা নেয়া হবে। এর আগ পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম