আজ হযরত শাহ্ মিসকিন শাহ্ জয়নাল আবেদীন অলি আওলিয়ার ওফাত দিবস।
মহিউদ্দিন ইরাকঃ
আজ আষাঢ় মাসের শেষ বুধবার,ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামে অবস্থিত হযরত শাহ্ মিসকিন শাহ্ জয়নাল আবেদীন অলি আওলিয়ার দরবার শরীফের বার্ষিক ওফাত দিবস।
৩ দিন ব্যাপি মেলা কে কেন্দ্র করে ভক্ত, আশেকানরা বেশ আগে থেকেই এসেছেন।
সুতিয়া নদীর পাড়ে অবস্থিত দরগা শরীফ।
আজ রাতে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষ মেলায় উপস্থিত আছেন।
ভক্ত ও আশেকানরা বিভিন্ন উদ্দেশ্যে মানত নিয়ে দরগা শরীফে আসেন।
কথায় আছে আধ্যাত্মিকতায়,মিসকিন শাহ্ এর গুনে ভিজা চুলাতে ও আগুন জ্বলে তাইতো দরগা শরীফ লোকে লোকারণ্য। আজ সারারাত মানুষ আসবে যাবে মেলাতে।
ইতিমধ্যে স্থানীয় পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার সাহেব দরগা প্রাঙ্গণ পরিদর্শন করে এবং বিট পুলিশিং আলোচনা সভায় জনসচেতনতা মূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বলে জানা যায়।
মেলার সুন্দর পরিবেশ বজায় রাখতে পাগলা থানা পুলিশ সহ সদা জাগ্রত রয়েছে।
দরগা শরীফ এর খাদেম শাহ্ ফাহাদ সাহেব গুরুত্ব সহকারে দেখাশোনা করে থাকেন।
মেলায় রয়েছে প্রায় সকল রকম আসবাবপত্র, খেলনা,কসমেটিক ইত্যাদি স্টল।
সুতিয়া নদীর পাথরঘাটা তে রয়েছে শত শত নৌকা।
হাজারো মানুষ নৌকা দিয়ে মেলায় এসেছেন।
প্রতি বছর ধরে আবারো আষাঢ় মাসের শেষ বুধবার জমবে ঐতিহ্যবাহী মেলা এমনটাই প্রত্যাশা সবার।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com