নরসিংদীতে জনপ্রতিনিধিদের সাথে জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার এর সম্মেলন কক্ষে গতকাল ৯ই জুলাই মনোহরদী ও শিবপুর উপজেলার জনপ্রতিনিধিদের সাথে পুলিশ সুপার এর আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম।সভাপতির বক্তব্যে পুলিশ সুপার,জঙ্গিবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের আরো তৎপর থাকার আহবান জানান।এছাড়াও বাল্যবিবাহ, নারী নির্যাতন,কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নরসিংদী গড়ার লক্ষ্যে সকলের সহযোগিতা জনপ্রতিনিধিূের কামনা করেন।স্বাগত বক্তব্য শেষে পুলিশ সুপার নরসিংদী ফ্লোর উন্মুক্ত করে দিয়ে জনপ্রতিনিধিদের বক্তব্য শুনে তাদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল মজিদ মাহমুদ স্বপন,শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌসি ইসলাম সহ উভয় উপজেলার ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,পৌর মেয়র এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সবশেষে মনোহরদী উপজেলার জনপ্রতিনিধিগণ এ রকম একটি মতবিনিময় সভা আয়োজনের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং বাল্য বিবাহ,নারী নির্যাতন,মাদক,সন্ত্রাস, জঙ্গীবাদ ও চাঁদাবাজ প্রতিরোধে সর্বাত্মক জেলা পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com