রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৭১ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ৩টা ৫০ ঘটিকার সময় পাথর ভর্তি একটি ট্রাক থেকে এ মদ উদ্ধার করা হয়েছে। (যাহার ট্রাক নম্বর ঢাকা-মেট্রো-ট ২৪-১৭০১)।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শাহীন আলম (২৬) (চালক),মঈন উদ্দিন (২২) (হেলপার), রুমান আহমেদ (১৯) হেলপার)। তাদের গ্রামের বাড়ি সিলেটের জৈন্তাপুর ও গোসাইনঘাট থানায়।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম বলেন, রোববার রাতে টহলরত পুলিশের তদারকি করছিলাম। এসময় টহল পুলিশ যাত্রাবাড়ী থানার এস আই আবু সায়েম পিপিএম আমাকে ও যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জকে ট্রাকে মদ আছে গোপন সংবাদের বিষয়ে জানায়।
পরে যাত্রাবাড়ী থানার অফিসার ও ফোর্স নিয়ে থানার নয়াপাড়া দনিয়াস্থ টিবিএস সার্ভিস এন্ড পার্টসের দোকানের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পাথর ভর্তি একটি ট্রাকে তল্লাশী চালাই। এসময় ড্রাইভারের পিছনে শোয়ার জন্য বিশেষভাবে তৈরী কাঠের সিটের নিচে সাজানো ৭১টি কাচের বোতলে বিদেশী মদ পাওয়া যায়। প্রতিটি বোতলে ৭৫০ গ্রাম করে ৫৩ হাজার ২৫০মি.লি. বা ৫৩.২৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে বিভিন্ন উপায়ে বিদেশী মদ সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ছবির ক্যাপশন ঃ যাত্রাবাড়ী ৭১ বোতল বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com