ময়মনসিংহের পাগলা থানা এলাকায় একটি দোকানে লুটপাট।
স্টাফ রিপোর্টারঃ মহিউদ্দিন ইরাক
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মলমল গাতিপাড়া মৌজার মলমল কাচারিতে অবস্থিত পাগলা থানার ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত মারকাজ মসজিদ সংলগ্ন একটি মুদির দোকান লুটপাটের ঘটনা ঘটেছে বলে সরেজমিনে জানা যায়।
২১ শে মে ২০২৪ ইং,মঙ্গলবার রাতে দোকানটি তে লুটপাট চালায় চোর চক্র।
দোকানে রাখা ফ্রিজ, টেবিল ফ্যান,গ্যাস সিলিন্ডার ,ওষুধ, ও মুদি মালামাল চুরি হয়েছে বলে জানান এলাকার এক জনৈক সচেতন ব্যক্তি। দোকানের মালিক আল-আমিন মিয়ার সাথে সাংবাদিক মহিউদ্দিন ইরাক মুঠোফোনে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই বিষয়ে এখন পর্যন্ত নিকটস্থ পাগলা থানায় কোন অভিযোগ করা হয়নি বলে ও জানা যায়।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com