ময়মনসিংহের পাগলা থানার মলমল দক্ষিন পাড়া গ্রামে আলিফ নামের (৪) বছরের শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু।
স্টাফ রিপোর্টারঃমহিউদ্দিন ইরাক
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মলমল মৌজার মলমল দক্ষিণ পাড়া গ্রামে আলিফ (৪) বছরের এক শিশুর মৃত্যু।
১২ ই মে ২০২৪ ইং সকাল ১০ ঘটিকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সরেজমিনে জানা যায়।
শিশু আলিফ স্থানীয় মলমল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিলো।
৪ বছর বয়স হলেও শিশু আলিফ ছিলো অত্যন্ত চঞ্চল।
পুকুরের পানিতে ডুবে মৃত্যু আলিফের পিতার নাম রিটন মিয়া এবং মাতার নাম ববিতা আক্তার।
শিশুটার মৃত্যু তে তার পিতা মাতা ভেঙে পড়েছেন,একমাত্র ছেলে কে হারিয়ে তারা আজ দিশেহারা যদিও তাদের দুজন কন্যা সন্তান রয়েছে।
আরও জানা যায়,দুরন্ত শিশুটি সকাল ১০ টার দিকে মাটির গর্ত বানিয়ে খেলাধুলা করছিলো অজোপাড়া গাঁয়ের নিজ বাড়িতে,একপর্যায়ে হঠাৎ লোকচক্ষুর আড়ালে পুকুরের পানিতে নামলে ডুবে গিয়ে তার মৃত্যু হয়।
এমতাবস্থায় মলমল গ্রাম সহ আশেপাশের এলাকার মানুষ সহ সচেতন সমাজের নাগরিকগণ শোক প্রকাশ করেছেন।
ইতিমধ্যে লক্ষ্য করা গেছে যে, পুকুরের পানিতে ডুবে মৃত্যু শিশুটির মা বারবার তার একমাত্র পুত্রের কবরে কাছে যাচ্ছেন আর চিৎকার করে কাঁদছেন মা হয়ে কিভাবে মেনে নিবে এমন মৃত্যু! তাছাড়া শিশু আলিফের পিতা রিটন মিয়া ও কান্নায় ভেঙ্গে পড়েছে।
স্থানীয়রা এমন মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে শোকাহত।
শিশু আলিফ কে আজ দুপুরে যোহরের নামাজের পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সচেতনতা পারে এই ধরনের দূর্ঘটনার কবল থেকে মুক্তি দিতে এমনটাই জানান এলাকাবাসী।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com