ছোমায়াঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ১৫ জনকে গ্রেফতারকরা করেছে । মঙ্গলবার সকাল পর্যন্ত পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৫ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই আল মামুন ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ভাবখালী বাজার এলাকা হতে নিয়মিত মামলার আসামী ফরহাদ মিয়া, এসআই আজগর আলী ৩নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে সানকিপাড়া মাদক ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান ওরফে চশমা মনির ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। পুলিশ পরিদর্শক মোঃ মারফত আলী ৩নং পুলিশ ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অন্যান্যা মামলার আসামী তানভীর হোসেন সালমান, সাকিবুল হাসান তানভীর, রাহাত হাসান, নাফিজুর রহমান সজীব, বিপ্লব বনিক, কাসেমকে গ্রেফতার করে।
এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মামলার আসামী আমিনুল ইসলাম, এএসআই ছামিউল হক সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মামলার আসামী মোঃ সাকিব ও রতন মিয়া, এসআই সাজ্জাদ হোসেন সজীব সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মালগুদাম রোড থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী রাজিব, মোঃ নূর নবী, শফিকুল ইসলাম পুইট্টা, মোঃ তুষারকে দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com