সারাদেশে তৃণমূল সাহিত্যিকদের সাহিত্য প্রতিভাকে এগিয়ে নিতে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল মোমিন
সারাদেশে তৃণমূল সাহিত্যিকদের সাহিত্য প্রতিভাকে এগিয়ে নিতে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল মোমিন মহোদয়। আব্দুল মোমিন মহোদয় তার "সাহিত্যের আলো যুব পাঠাগার" এর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় সাহিত্য প্রতিভাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি সারাদেশের তৃণমূল সাহিত্যিকদের একত্রিত করার জন্য "বাংলাদেশ তৃণমূল সাহিত্য কল্যান সংস্থা" প্রতিষ্ঠা করে তৃণমূল পর্যায়ের অবহেলিত সাহিত্যিকদের একত্রিত করে "সাহিত্যের আলো" ম্যাগাজিন এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের সাহিত্যিকদের লেখা গুলো "সাহিত্যের আলো" ম্যাগাজিন এ প্রকাশিত করে তাদের প্রতিভাকে সারাদেশে ছড়িয়ে দিচ্ছেন। আব্দুল মোমিন মহোদয় হলেন "সাহিত্যের আলো" ম্যাগাজিন এর সুযোগ্য সম্পাদক ও প্রকাশক। সাহিত্যের আলো" ম্যাগাজিন এর সুযোগ্য সম্পাদক ও প্রকাশক "আব্দুল মোমিন" মহোদয় এর কঠোর চেষ্টা ও পরিশ্রমে সারাদেশের তৃণমূল সাহিত্যিকদের নিয়ে আমাদের "সাহিত্যের আলো" ম্যাগাজিন এর সকল সময়ের সংখ্যা বের হচ্ছে। আব্দুল মোমিন মহোদয় জানান,সারা দেশের তৃণমূল সাহিত্যিকদের সাহিত্য প্রতিভাকে এগিয়ে নিতে নিয়মিত "সাহিত্যের আলো" ম্যাগাজিন মাসিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, বিজয় দিবস,একুশে ফেব্রুয়ারি,১৭ মার্চ, ১ লা মে,১৫ আগস্ট সহ সব মূহুর্তে বের হবে। আব্দুল মোমিন মহোদয় শুধু একদিকে কাজ করে যাচ্ছেন না তিনি নিয়মিত নিঃস্বার্থ ভাবে রংপুর বিভাগের সকল জেলা উপজেলা সহ তার জন্ম স্থান নীলফামারীকে সারাদেশের মধ্যে একটা উন্নত জেলায় পরিণত করার জন্য সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করে যাচ্ছেন।তিনি শুধু একজন রাষ্ট্র কর্মীই নন আব্দুল মোমিন মহোদয় হলেন একজন মুজিব আদর্শের উজ্জ্বল দেশপ্রেমিক। আব্দুল মোমিন মহোদয় হলেন রংপুর বিভাগের সকল যুবকদের আইডল নীলফামারীর সুযোগ্য কৃতি সন্তান। তিনি আরও জানান সাহিত্যিকদের সাহিত্য প্রতিভাকে এগিয়ে নিতে যত কঠিন মূহুর্ত পার করতে হোক তা হাসিমুখে বরণ করে নেবে তবুও স্মার্ট বাংলাদেশ গঠনে সর্বক্ষেত্রে তার কাজ এগিয়ে নিয়ে যাবে এবং তৃণমূল সাহিত্যিকদের প্রতিভাকে বিকশিত করে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য শুধু ম্যাগাজিন দিয়ে নয় দৈনিক সাহিত্যিকদের সাহিত্যকে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য "দৈনিক সাহিত্যের আলো" পত্রিকা বের করবে ও সাহিত্যিকদের নিয়মিত লেখা প্রকাশিত করবে।।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com