প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৩, ১১:২১ এ.এম
রাজশাহীতে ৱ্যাবের পৃথক অভিযানে ৪০৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সিপিএসসি, ৱ্যাব-৫ রাজশাহী কর্তৃক পৃথক মাদক বিরোধী অভিযানে ৪০৫ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করে। প্রথম অভিযানটি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় একজন মাদক ব্যবসায়িক সহ ৩০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে । দ্বিতীয় অভিযানটি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর এলাকায় ৯৬ টি ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ী আটক করে।
৬ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ আনুমানিক সন্ধ্যা ৫ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন আগলা দক্ষিণপাড়া নামক এলাকার অপারেশন পরিচালনা করে ৩০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেন এবং এক একজন আসামি গ্রেফতার করে ৱ্যাব-৫। আটককৃত আসামীর নাম মোঃ শাহিন (৩৫), পিতা মৃত আশকান, সাং- হলিদাগাছী( তালতলা) , থানা- চারঘাট, জেলা -রাজশাহী ।
ঘটনা সূত্রে ৱ্যাব-৫ জানাই, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে , রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন আগলা দক্ষিণপাড়া এলাকায় দুইজন লোক মাদকদ্রব্য সহ অবস্থান করছে। বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থলে ৱ্যাব-৫ উপস্থিত হয় । ৱ্যাব-৫ এর উপস্থিতি টের পেয়ে দুইজন লোক তাদের হেফাজতে থাকা একটি বড় প্লাস্টিকের বস্তা ফেলে তোরে পালানোর চেষ্টা কালে একজনকে ঘটনাস্থলে আটক করে এবং অপর একজন ব্যক্তি কৌশলে রাস্তার দক্ষিণ পাশে অবস্থিত কৃষি ক্ষেতের মধ্যে পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ৱ্যাব-৫ কে জানাই, তার হেফাজত থাকা বস্তার ভিতরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল আছে । প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা আখের ছোবলার ভেতর অপর একটি প্লাস্টিকের বস্তার ভেতর অভিনব কায়দায় লুকানো ফেন্সিডিল রাখা আছে। আসামি উত্তমাদক দ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ এলাকায় হেফাজতে রেখেছিল বলে জানাই।
৬ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ রাত্রি আনুমানিক ১২:৩০ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানা দিন বিধিরপুর নামক এলাকায় অপর একটি অপারেশন পরিচালনা করে ৯৬ বোতল ফেনসিডিল একটি মোবাইল সহ একজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামের নাম মোঃ ফরজ আলী (৫৫), পিতা- মৃত শমসের আলী, সাং- চামারবাড়িয়া ,ইউপি -৯ নং উপজেলা, থানা গোদাগাড়ী জেলা রাজশাহী।
ঘটনার বিবরণে ৱ্যাব-৫ জানাই, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৱ্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিদিরপুর গ্রামে একজন লোক মাদকদ্রব্য সহ অবস্থান করছে। বিষয়টি জানামাত্র ঘটনাস্থলে তৎক্ষণিক ৱ্যাব-৫ উপস্থিত হয়। ৱ্যাব-৫ এর উপস্থিতি টের পেয়ে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ফেলে পালানো চেষ্টা কালে ৱ্যাবের টিম ঘটনাস্থল থেকেই আটক করে একজন মাদক ব্যবসায়ীকে ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ আসামী ৱ্যাব-৫ জানাই, তার হেফাজতে থাকা বস্তার ভিতরে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল আছে উত্তম মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী এলাকা থেকে উনি সংগ্রহ করে বিক্রয়ের জন্য হেফাজতে রেখেছিল।
প্রথম আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে ৱ্যাব-৫। দ্বিতীয় আসামের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে ৱ্যাব-৫।
উপদেষ্টাঃ আব্দুল্লাহ আল মামুন বার্তা সম্পাদকঃ মনির হোসেন চৌধুরী সম্পাদকীয় কার্য্যালয়ঃ রোড নং- #১০/এ, উত্তরা, ঢাকা-১২৩০। মোবাইল: ০১৭৮২ ৬৯৮৬২৩ মেইল: dhakarcrimenews@gmail.com, web: www.dailydhakarcrime.com
© All rights reserved © 2024 ঢাকার ক্রাইম